আন্তর্জাতিক ক্রিকেট

জয়সওয়াল বিতর্কে মুখ খুলতে নারাজ গাভাস্কার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘোষণা হয়েছে এশিয়া কাপে ভারতীয় দলে। র স্কোয়াড। আর সেই ঘোষণার পরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে বিচার-বিশ্লেষণ মোটেই যুক্তিযুক্ত নয় এমনটাই মনে করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর তাই দলের যশস্বী জয়সওয়ালের না থাকার বিষয়ে মুখ খুলতে নারাজ তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন জয়সওয়াল। অথচ সেই তাকেই বাদ রাখা হল এশিয়া কাপের দল থেকে। অন্যদিকে রিজার্ভ দলে ঢাকা শুভমন গিল শুধুই যে দলে ফিরেছেন তাই নয়, পাশাপাশি সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত গিল এবং জয়সওয়াল দুজনেই শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিশ্রাম দেওয়ার। লক্ষ্য ছিল ক্রিকেটের বড় ফরম্যাট। ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ ম্যাচ খেলে ৭২৩ রান করে জয়সওয়ালের স্ট্রাইক রেট ১৬৪। অন্যদিকে ২২১ ম্যাচ খেলে ৫৭৮ রান করে গিলের স্ট্রাইক রেট ১৩৯। তাই স্বাভাবিকভাবেই এই নির্বাচন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর সেই প্রসঙ্গে গাভাস্কারকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান যে মাত্র ১৫ জন সদস্যই দলে জায়গা পেতে পারে। তিনি বলেন, “ম্যাচে ১১ জন এবং দলে মোট ১৫ জনের জায়গা রয়েছে। তাই কাউকে না কাউকে দল থেকে বাইরে রাখতেই হবে। অমুককে দলে রাখা উচিত ছিল কিনা তমুক কেন দলে নেই এগুলো ভেবে এখন কোন লাভ নেই। এখন এটাই আমাদের দল। দল নির্বাচন করার আগে মুহূর্ত পর্যন্ত আমরা নিজেদের মতামত জানাতেই পারি। কিন্তু নির্বাচন কমিটি একবার দল ঘোষণা করে দিলে আর এই মতামতের কোন গুরুত্ব থাকে না বরং নির্বাচন কমিটির সিদ্ধান্তকে সমর্থন করাই আমাদের উচিত। তাছাড়া কোন খেলোয়াড়ের দলে থাকা উচিত কার উচিত নয় এই বিষয়ে অযাচিত আলোচনা করলে শুধুমাত্র নেতিবাচক দিক সামনে আসে যেটা কোন খেলোয়াড় চায় না।” অন্যদিকে দলে গিলের প্রত্যাবর্তন নিয়ে একটুও অবাক নন গাভাস্কার। “কয়েক সপ্তাহ আগেই গিল ৭৫০ রান করেছে। এরকম ফর্মে থাকা একজন ক্রিকেটারকে বাদ দেওয়া যায় না। আইপিএলেও ওর পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল। অন্যদিকে ওকে সহ অধিনায়ক নির্বাচিত করার মাধ্যমে আমার ধারণা বোর্ড এই বার্তা দিতে চেয়েছে যে ভবিষ্যতে ওই দলকে নেতৃত্ব দেবে। আমার মতে এটা খুবই ভালো সিদ্ধান্ত” বলেন তিনি। অন্যদিকে দলকে নেতৃত্ব দেওয়ার সময় যেভাবে মাথা ঠান্ডা রেখে নিজের পারফরমেন্সে তার কোন ছাপ পড়তে দেয়নি গিল সেই বিষয়েও তার প্রশংসা করেন গাভাস্কার। আর তাই আগে থেকেই ভবিষ্যতের অধিনায়ককে তৈরি করার বিষয়ে বোর্ডের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version