আন্তর্জাতিক ক্রিকেট

পহেলগাঁও হামলার জেরে, বাতিল লেজেন্ডস লিগের ভারত-পাকিস্তান ম্যাচ। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পহেলগাঁও হামলার প্রভাব দেখা গিয়েছিল ক্রিকেটের মাঠেও। এছাড়াও এই কারণে জন্য পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করেছিল ভারত। এবারে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে নামতে আপত্তি ভারতের লেজেন্ডসদের। রবিবার রাতেই বার্মিংহামে হওয়ার কথা ছিল এই ম্যাচ। যেই ম্যাচে পাকিস্তান লেজেন্ডসের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল ভারতের শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের। অন্যদিকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিদ আফ্রিদি। তবে বিতর্কের কারণে, শেষ পর্যন্ত লেজেন্ডস প্রতিযোগিতার ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করতে বাধ্য হলেন আয়োজকরা। পহেলগাঁও আক্রমণ থেকে অপারেশন সিঁদুর, ভারতীয় ক্রিকেটারদের অনেকেই ওই হামলার প্রতিবাদে সরব হয়েছেন। তাদের মতে সন্ত্রাসবাদ আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। তাই পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি করেন তারা। সবার প্রথম এই ম্যাচে না নামার জন্য আয়োজকদের চিঠি লেখেন শিখর ধাওয়ান। তারপর একে একে পাকিস্তানের সঙ্গে না খেলার ইচ্ছে প্রকাশ করেন বাকি ভারতীয় ক্রিকেটাররাও। যেই কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয় এই বড় ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version