রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দরজায় কড়া নাড়ছে আইপিএল। তবে এখনও পুরোপুরিভাবে চোটমুক্ত হতে পারেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। আঙুলের চোট থেকে সেরে উঠছেন সঞ্জু। এখনও পর্যন্ত উইকেট কিপিং বা ফিল্ডিং করার জায়গায় আসেননি। আপাতত ব্যাটসম্যান হিসেবেই প্রথম কয়েকটি ম্যাচ খেলবেন। গত মাসে আঙুলে চোট পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাবের পর সোমবার যোগ দিয়েছেন রাজস্থান শিবিরে। সম্ভবত প্রথম কয়েকটি ম্যাচে ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে খেলবেন সঞ্জু। তার পরিবর্তে উইকেটরক্ষার দায়িত্ব সামলাতে চলেছেন ধ্রুব জুরেল। ইংল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক সঞ্জু, সেই ম্যাচেও সঞ্জুর পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ধ্রব। আইপিএলের দলেও একই দায়িত্ব তাঁর কাঁধে। সঞ্জু একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘তিন বা তার থেকে বেশি ম্যাচ সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। তবে দলে অনেক নেতা রয়েছে। প্রথম তিনটি ম্যাচে রিয়ান অধিনায়কের দায়িত্ব সামলাবে।’ প্রসঙ্গত রিয়ান পরাগ প্রথমবারের জন্য আইপিএলে অধিনায়কত্ব করবেন। পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন করবেন তিনি। গত বছরের আইপিএলে ৫৭৩ রান করেছিলেন রিয়ান।