আন্তর্জাতিক ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির বড় পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ক্রিকেট দুনিয়ায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান আয়োজিত এই প্রতিযোগিতায় এবার অনুসরণ করেছিল হাইব্রিড মডেল। মূলত রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত কারণে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে পাকিস্তানের গিয়ে খেলার অনুমতি দেওয়া হয়নি। তাই ভারতের সব কটি ম্যাচ খেলা হয়েছিল দুবাইতে। সেই বিষয়ে উঠেছিল সমালোচনার ঝড়ও। কিন্তু রোহিত শর্মা ব্রিগেড এই সমালোচনার উত্তর দিয়েছিল নিজেদের পারফরমেন্সে। গোটা প্রতিযোগিতায় একটি ম্যাচও হারেনি তারা। আর অবশেষে গত ৯ই মার্চ নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জেতে ভারত। আর তাই আইসিসির পাশাপাশি এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ভারতকে দেওয়া হবে বড় অংকের পুরস্কার।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে দেওয়া হবে মোট ৫৮ কোটি অংকের পুরস্কার। এরমধ্যে বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, “বিসিসিআই অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কারণে ভারতীয় ক্রিকেট দলকে ৫৮ কোটি টাকায় পুরস্কৃত করা হবে। এই অর্থ বন্টন করা হবে দলের ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফ, ও অন্যান্য সদস্যদের মধ্যে।” সূত্রের খবর ১৫ দলের সদস্যের প্রত্যেকে পাবেন তিন কোটি করে অর্থ পুরস্কার। তবে এর পাশাপাশি আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে দেওয়া পুরস্কার অর্থ যার মোট পরিমাণ ২০ কোটি টাকা তা শুধুমাত্র ক্রিকেটারদের মধ্যেই ভাগ করা হবে। সাংবাদিক সম্মেলনে একটি বিবৃতিতে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি বলেন, “পরপর আইসিসি ট্রফি জেতা অত্যন্ত গর্বের বিষয় এবং এই পুরস্কার ভারতের ক্রিকেটারদের দায়বদ্ধতা এবং পরিশ্রমের ফলাফল মাত্র। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান রক্ষা করার জন্য এটা ওদের প্রাপ্য। ২০২৫ এ আমাদের দেশের এটা দ্বিতীয় আইসিসি ট্রফি। যার মধ্যে প্রথম অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। দুটো ক্ষেত্র থেকেই বোঝা যায় ভারতের ক্রিকেট পরিকাঠামো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে।”

প্রসঙ্গত ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও ক্রিকেটারদের মতোই পাবেন তিন কোটি অংকের পুরস্কার। সাপোর্ট স্টাফের প্রত্যেক সদস্য ৫০ লক্ষ করে এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার পাবেন ৩০ লক্ষ টাকা পুরস্কার। এর পাশাপাশি বাকি চার নির্বাচক প্রত্যেকেই পেতে চলেছেন ২৫ লক্ষ্য অংকের পুরস্কার। এছাড়াও দুবাইতে উপস্থিত বিসিসিআইয়ের প্রত্যেক সদস্য ২৫ লক্ষ করে পুরস্কার গ্রহণ করবে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version