আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: “আসল পরীক্ষা এখন শুরু”, চতুর্থ টেস্টের আগে গিলকে বার্তা দিলেন গ্রেগ চ্যাপেল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তবে নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে ভারতীয় দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে মাত্র ২২ রানের জন্য জয় তুলে নিতে পারেনি ভারত। আগামী ২৩ জুলাই, ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। তবে তার আগে তরুণ অধিনায়ক শুভমন গিলের উপরে আস্থা রাখছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল। তিনি মনে করছেন এবারে অধিনায়কত্বের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছেন গিল। সিরিজে তাঁর দল পিছিয়ে রয়েছে ১-২ ব্যবধানে। ফলে এখন থেকে দলকে ঘুরে দাঁড় করানোটাই আসল চ্যালেঞ্জ গিলের কাছে। চ্যাপেল বলেছেন, “সিরিজের শুরুতে ব্যাট হাতে পারফরম্যান্স দারুন ছিল গিলের। অধিনায়কত্বও দারুন করেছেন। তবে এই মুহূর্তে সিরিজ আবারও পিছিয়ে পড়েছে ভারত। তাই গিলের সামনে এটাই সবথেকে বড় অগ্নিপরীক্ষা হতে চলেছে”।