আইপিএল
হার্দিকের পরিবর্তে অধিনায়ক কে? বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই মরশুমের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু গত মরশুমের শাস্তির বোঝা এখনো অবধি পিছু ছাড়েনি মুম্বাইয়ের। স্লো ওভার রেটের কারণে কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছিল মুম্বাই অধিনায়ককে। একটি ম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে আইপিএলের যাত্রা শেষ হয়ে যাওয়ার জন্য সেবারের মতো আর এই শাস্তি ভোগ করতে হয়নি তাকে। কিন্তু এই মরসুমের আইপিএলে বোর্ডের পক্ষ থেকে তড়িঘড়ি নির্দেশ পাঠানো হয়েছে মুম্বাইকে। সেক্ষেত্রে অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে নামতে পারবেন না। অনেকেই ভেবেছিলেন পরিবর্তন অধিনায়ক হিসেবে নিশ্চয়ই রোহিত শর্মাকে দেখা যাবে মাঠে। কিন্তু মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই সেই সম্ভাবনা নাকচ করে অস্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করেছে।
সূত্রের খবর ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে টসে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। অর্থাৎ হার্দিকের অনুপস্থিতিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। বুধবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন হার্দিক পান্ডিয়া নিজেই। বলেছেন, “টি-টোয়েন্টি দলের সূর্যর অধিনায়কত্বেই খেলি আমরা। তাই আমার অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে ও যোগ্য বলে আমি মনে করি।” তবে শুধুমাত্র সূর্য কুমার নয় এই একই দলে রয়েছেন রোহিত শর্মা এবং জশপ্রিত বুমরাহ। যেখানে রোহিত শর্মা ভারতের টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক সেখানেই বুমরাহ টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে পরিচিত। সেই প্রসঙ্গে হার্দিক বলেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার দলে আরও তিনজন অধিনায়ক খেলেন। যে কোনো পরিস্থিতিতে ওদের হাত সবসময় আমার কাঁধের উপর থাকে সেটা আমি জানি।”
প্রসঙ্গত চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলে এই মরশুমে আইপিএল এর যাত্রা শুরু করবে মুম্বাই ইন্ডিয়ান্স।