আইপিএল

IPL 2025: পুরোন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবারও কাজ করতে মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। ২৫ মার্চ গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে পঞ্জাব দল। তার আগে পঞ্জাব দলে শ্রেয়স আইয়ারের মত অধিনায়ককে পেয়ে এবং তার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্জাব কোচ রিকি পন্টিং। তিনি বলেন, “শ্রেয়স খুবই ভাল মানুষ এবং একজন আইপিএল জয়ী অধিনায়কও। কিছুদিন আগেই পঞ্জাব ক্যাম্পে যোগ দিয়েছে শ্রেয়স। যোগ দিয়েই সে যে একজন অধিনায়ক, সেই ছাপ ফেলতে শুরু করেছে। আসা করছি আমাদের প্রথম ম্যাচের আগে আরও ভালোভাবে দলের সঙ্গে মানিয়ে নেবে শ্রেয়স”।

নিজেদের দল সম্পর্কেও কথা বলেছেন দুবারের বিশ্বকাপ জয়ী কোচ রিকি পন্টিং। তিনি জানান, “আমাদের দলে অভিজ্ঞ এবং তারুণ্যের একটা ভালো সংমিশ্রণ রয়েছে। এছাড়াও ভারতীয় এবং বিদেশীরাও আমাদের দলে খুবই ভাল মানের রয়েছে। গতকাল রাতেই আমাদের প্রথম ট্রেনিং সেশন ছিল এখানে। দল যেভাবে একত্রিত হয়েছে তাতে আমি আনন্দিত। ছেলেরা সত্যিই ভাল অনুশীলন করছে”। অপরদিকে নিজের প্রাক্তন কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবারও কাজ করতে মুখিয়ে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি বলেন, “পন্টিং সবাইকে সবসময় সহযোগিতা করেন। আমি অতীতে তাঁর সঙ্গে যখন প্রথম কাজ করি, তিনি তখনই আমায় অনুভব করিয়েছিল যে আমি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমি সহজেই এই ফর্ম্যাটের সেরা ক্রিকেটার হতে পারি। সে একজন খেলোয়াড়কে যে আত্মবিশ্বাস দেয় তা ভিন্ন স্তরের”। শ্রেয়স আরও বলেন, “আমাদের এখন লক্ষ্য ট্রফি জেতা। তবে ধাপে ধাপে আমাদের এগোতে হবে। এটা কোনো এমন বিষয় নয় যে সকালে ঘুম থেকে উঠে এটি হয়ে যাবে। তার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যেভাবে আমরা অনুশীলন করছি তাতে বলাই যায় যে আমরা যথেষ্ট ভাল করছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version