আন্তর্জাতিক ক্রিকেট

অনিশ্চিত হরমনপ্রিতদের বাংলাদেশ সফর, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতির ছাপ ইতিমধ্যেই পড়েছে ক্রীড়াজগতে। জাতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। আর এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ভারতের মহিলা দলের বাংলাদেশ সফরও।

আসন্ন ডিসেম্বর মাসেই বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল হরমনপ্রিত কৌরদের। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয়ের পর এটিই ছিল ভারতের প্রথম সিরিজ। সেখানে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই এই সিরিজের জন্য ভারতের মহিলা দল বাংলাদেশ যাওয়ার অনুমতি পায়নি। তবে আদৌ এই সিরিজ ভবিষ্যতে খেলা হবে কিনা সেই বিষয়েও স্পষ্ট করে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অর্থাৎ এটা স্পষ্ট যে ভারতের পুরুষ অথবা মহিলা ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠিয়ে কোনরকম ঝুঁকি এই মুহূর্তে নিতে নারাজ ভারতের কেন্দ্র সরকার।

প্রসঙ্গত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অবনতি ঘটতে শুরু করে। পাশাপাশি হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হলে বাংলাদেশের পরিস্থিতি আরো ভয়ংকর আকার ধারণ করে। এই পরিস্থিতি ভবিষ্যতে কবে আবার স্বাভাবিক হবে সেই বিষয়ে কিছুই জানা যাচ্ছে না। আর তাই এই মুহূর্তে সেই দেশে ভারতের ক্রিকেটারদের যাওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ এমনটাই মনে করছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version