আন্তর্জাতিক ক্রিকেট
এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে ভারতীয় বোর্ড। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ড সিরিজে দারুন পারফরম্যান্সের পর, এই মুহূর্তে ছুটিতে রয়েছে ভারতীয় দল। তবে শীঘ্রই শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার জন্য দল নির্বাচন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। এদিকে ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথমবারের জন্য অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল তরুণ শুভমন গিলকে। অধিনায়কত্বের পাশাপাশি, ব্যাট হাতেও গোটা সিরিজেই দারুন পারফরম্যান্স করে দেখিয়েছেন গিল। তবে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বোর্ড। ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্ম থাকলেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন গিল, এমনটাই শোনা যাচ্ছে। এদিকে ওপেনিংয়ে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জুটির উপরেই ভরসা রাখছে ভারতীয় বোর্ড। সেই কারণে প্রথম একাদশের বাইরে থাকতে হবে যশস্বী জয়সওয়ালকেও। উইকেটরক্ষক হিসেবে জিতেশ শর্মা থাকলেও, সঞ্জু খেললে সুযোগ পাবেন না জিতেশ। এছাড়াও সিরিজের আগেই জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান তিনি। আগামী ১৯ আগস্ট রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন। ফলে আসন্ন এশিয়া কাপে কি দল নিয়ে ভারতীয় দল খেলতে নামবে, সেই দিকেই নজর থাকবে সকলের।