আন্তর্জাতিক ক্রিকেট
পরিণত হওয়ার আগেই, বৈভবকে সুযোগ দেওয়ার ডাক দিলেন প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাত্র ১৪ বছর বয়সেই, আইপিএলের মতো বড় মঞ্চে নিজেকে সফলভাবে মেলে ধরেছেন তরুণ বৈভব সূর্যবংশী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে, বিশ্বক্রিকেটে সারা ফেলে দিয়েছেন ১৪ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান। এই দারুন পারফরম্যান্সের সুবাদে, দল পেয়েছিলেন অনূর্ধ্ব-১৯ একদিনের সিরিজেও। সেখানেও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন বৈভব সূর্যবংশী। এই অল্প বয়সে এরম পারফরম্যান্স করলেও, তার যে এখনও অনেকটা পরিণত হওয়া বাকি এমনটা অনেকেই মনে করেন। তবে সেই কথা একদমই মানতে নারাজ ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, “বৈভবকে অপেক্ষা করানোর দরকার নেই। এই ক্ষেত্রে ভারতকে সাহসী ক্রিকেট খেলতে হবে। ইতিমধ্যেই বৈভব যথেষ্ট পরিণত। যদি আমি চেয়ারম্যান হতাম, তাহলে ১৬ বছর বয়স হওয়ার আগেই ওকে দলে নিতাম”।