আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: সিরাজের ওয়ার্কলোড নিয়ে ভাবনায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, ৫ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে মাত্র তিনটিতেই খেলতে পারবেন ভারতের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ। সেই কথা সিরিজ শুরুর আগেই জানিয়েছিলেন তিনি। তবে শুধু বুমরাহ নয়, এবারে মহম্মদ সিরাজেরও যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার, সেটা বুঝল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিগত দুই বছর ধরে টানা বোলিং করে চলেছেন সিরাজ। ২০২৩ সালের পর থেকে ভারতের ২৭টি টেস্টের মধ্যে ২৪টিই খেলেছেন তিনি। বল করেছেন সবচেয়ে বেশি ওভার। তবুও সেরকমভাবে প্রশংসা পেতে দেখা যায়না তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধেও টানা তিনটি টেস্ট ম্যাচে ইতিমধ্যেই খেলে ফেলেছেন সিরাজ। ফলে তারও যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দরকার, সেই কথাটা নিজেই জানিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, “সিরাজের উপস্থিতি আমাদের বোলিং বিভাগে ভর্তি উত্তেজনা যুগিয়ে দেয়। তার মত একজন বোলার দলে থাকাটা সৌভাগ্যের। তবে ওর ওয়ার্কলোডটাও আমাদের সযত্নে দেখতে হবে। ও কখনও নিজের ওয়ার্কলোড নিয়ে ভাবেই না। সেই কারণেই সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করাটা ভীষণ পরিমাণে জরুরি”।