আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তানের কাছে হার ভারতের। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে, চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শুধুমাত্র ফাইনালেই নয়, প্রতিযোগিতায় তিনবার পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎকারে তিনবারই জয় পেয়েছে ‘মেন ইন ব্লুজ’রা। কিন্তু রবিবার যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ছবি দেখা গেল না। পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেট পরাজয় স্বীকার করেছে ভারত। ব্যাট হাতে বৈভব সূর্যবংশী (৪৫) এবং নমন ধীরের (৩৫) পারফরম্যান্স কাজে এলনা ভারতের জন্য।

এদিন টসে জিতে, ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আহ্বান জানান পাকিস্তান যুব দলের অধিনায়ক ইরফান খান নিয়াজি। ব্যাট করতে এসে শুরুতে ভাল শুরু করেছিলেন বৈভব সূর্যবংশীরা। প্রথম তিন ওভারেই ২৬ রান তুলে নেয় ভারত। তারপরেই একের পর এক উইকেট পড়তে শুরু করে। চতুর্থ ওভারে আউট হন প্রিয়াংশ আর্য (১০)। কিছুক্ষণ পরেই আউট হন নমন ধীর (৩৫)। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বৈভব। তবে দশম ওভারে বৈভবের উইকেট তুলে নেন সুফিয়ান মুকিম। ফলে ১৯ ওভারের ১৩৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে মাত্র ১৩.২ ওভারেই দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। যেখানে একাই ৮৯ রানের ইনিংস খেলেন মাজ সাদাকাত। এদিকে এশিয়া কাপ এবং মহিলাদের বিশ্বকাপেও টসের পর পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব, হরমনপ্রীত কউররা। এদিন সেই পথেই হাঁটলেন ভারতের যুব দলের অধিনায়ক জিতেশ শর্মাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version