ক্রিকেট
দৃষ্টিহীনদের বিশ্বকাপে দুরন্ত জয় ভারতের। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: খেলার মাঠ আর প্রতিবন্ধকতা, শব্দ দুটি একে অপরের পরিপূরক। তবে যাঁদের চোখে দৃষ্টি নেই, তারাও লড়ছে দেশের জন্য। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। রবিবার প্রতিযোগিতার হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে পাকিস্তান। রান তাড়া করতে নেমে কোনও সমস্যাই হয়নি ভারতের। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দীপিকা টিসি, আনেখা দেবীরা। ২১ বলে ৪৫ রান করেন দীপিকা। ৩৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন আনেখা দেবী। ফলস্বরূপ সহজেই জয় ছিনিয়ে নেয় ভারত।
