আন্তর্জাতিক ক্রিকেট

ঋষভ পন্থ এবং শুভমান গিলকে যোগ্য অধিনায়ক হিসেবে মনে করছেন রবি শাস্ত্রী। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফলে তাদের অবসর নেওয়ার পর, দলের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই নিয়ে একটা জল ঘোলা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলে। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। ফলে সেই সিরিজে অধিনায়কত্ব কে করবেন সেই নিয়ে একটা আলোচনা চলছে। এবারে সেই প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তার মতে জসপ্রিত বুমরাহ অধিনায়কত্বে করতে পারলেও এই মুহুর্তেই তার উপরে বাড়তি চাপ দিতে চাইছেন না শাস্ত্রী। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মতে অস্ট্রেলিয়া সফরের পর, ভারতের প্রথম পছন্দ জসপ্রিত বুমরাহ হওয়া উচিত। তবে আমার মনে হয়না তাঁর কাধে অধিনায়কত্বের বাড়তি বোঝা চাপিয়ে তার বোলিংয়ের উপরে কোনো প্রভাব দেওয়া হোক। চোট সারিয়ে বুমরাহ আবারও দলে ফিরেছে। আইপিএলে খেললেও সেখানে মাত্র চার ওভার বোলিং করতে হয়। তবে টেস্ট ক্রিকেটে ১০-১৫ ওভারের ধকল পড়বে। তার উপর অধিনায়কত্ব করলে সেটাও একটা বাড়তি চাপ হবে তার কাছে”। 

বুমরাহর পাশাপাশি শুভমান গিল এবং ঋষভ পন্থকে টেস্ট অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, “শুভমানকে দেখে খুব ভালো লাগে। ওর মাত্র ২৫-২৬ বছর বয়স। তাই ওকে সময় এবং সুযোগ দিলে অবশ্যই ভালো কিছু করবে। ঋষভও রয়েছে এই দৌড়ে। আমার মতে অধিনায়ক হওয়ার জন্য এই দুজন যোগ্য কারণ দুজনের বয়সও কম এবং তাদের সামনে আরও এক দশক আছে। তাই, তাদের শিখতে দিন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version