আইপিএল

IPL 2025: জাতীয় ক্রিকেট একাডেমির ছাড়পত্রের পরেও কেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে অপেক্ষা করতে হবে ময়াঙ্ক যাদবকে? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জাতীয় ক্রিকেট একাডেমি থেকে ছাড়পত্র পাওয়ার পর, মঙ্গলবার রাতেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে যোগ দিয়েছেন জোরে বলার মায়াঙ্ক যাদব। আগামী শনিবার রাজস্থান রয়ালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি খেলবে লখনউ। তবে সেই ম্যাচটি খেলার আগে শারীরিক অনুশীলনে পাস করতে হবে ময়াঙ্ককে। সেখানের ছাড়পত্র পেল তবেই রাজস্থান ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি। 

গত বছর অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন ময়াঙ্ক। তারপর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি আইপিএলের শুরুতেও খেলতে পারেননি তিনি। তবে জাতীয় ক্রিকেট একাডেমি থেকে ছাড়পত্র পাওয়ার পর, লখনউ শিবিরে যোগ দিয়ে ইতিমধ্যে লখনউয়ের ফিজিও আশীষ কৌশিকের তত্ত্বাবধানে রয়েছেন ২২ বছর বয়সী এই জোরে বোলার। কড়া নজরে তাঁর চোটের জায়গা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে লখনউ শিবিরে। গত বছরের আইপিএলেও মাত্র চারটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর চোটের কারণে ছিটকে যেতে হয়েছিল ময়াঙ্ককে। এদিকে শুধু ময়াঙ্ক নন, চোটের কারণে চলতি মরশুম থেকেই ছিটকে যেতে হয়েছে লখনউয়ের আরেক জোরে বোলার মহসিন খানকে। সেই জায়গায় বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর। এবারে পুরো সুস্থ হয়ে যদি মায়াঙ্ক দলে ফেরেন, সেক্ষেত্রে বোলিং লাইন যে আরও শক্তিশালী হবে লখনউ সুপার জায়ান্টসের সেটা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version