আইপিএল

IPL 2026: রাসেলকে ছাড়ল কেকেআর, রাজস্থানেই জাদেজা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে আন্দ্রে রাসেলে মোহভঙ্গ হল কলকাতা নাইট রাইডার্সের। গত কয়েক মরশুমে সেভাবে ভরসা দিতে পারেননি ক্যারিবিয়ান এই তারকা ক্রিকেটার। গত বছরই মেগা নিলামে রাসেলকে ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এবার সেই কাজটাই করে ফেলল নাইট ম্যানেজমেন্ট। শনিবার রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ দিন ছিল। এদিনই রাসেলকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়। পাশাপাশি, ছেড়ে দেওয়া হল ভেঙ্কটেশ আইয়ারকেও। এছাড়াও মইন আলি, অনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, গুরবাজ এবং স্পেনসার জনসনের মত ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অজিঙ্কা রাহানেকে ধরে রেখেছে নাইট শিবির। এছাড়াও ধরে রাখা ক্রিকেটারের তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, সুনিল নারিন, রঘুবংশী, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা। আসন্ন মিনি নিলামে ১৩টি ক্রিকেটার নিতে পারবে কেকেআর। যার মধ্যে ৬ জন বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, সব জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। একইভাবে রাজস্থান ছেড়ে চেন্নাই শিবিরে পা রাখলেন সঞ্জু স্যামসন। ১৪ কোটি টাকার বিনিময়ে দল বদল করলেন জাদেজা। নতুন দলে ১৮ কোটি টাকা পাবেন সঞ্জু। তবে জাদেজা ছাড়াও সিএসকে থেকে রাজস্থানে যোগ দিলেন স্যাম কারান। রাজস্থান ছেড়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিলেন নিতীশ রানা। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি মোট আটজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। যার মধ্যে রয়েছেন স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি এবং মোহিত রাঠি। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে লখনউ সুপার জায়ান্টে যোগ দিয়েছেন মহম্মদ শামি৷ মুম্বই ইন্ডিয়ান্স বা গুজরাত টাইটান্সে বড় কোন পরিবর্তন হয়নি। তবে শচিন পুত্র অর্জুন তেন্ডুলকারকে ছেড়ে দিয়েছে মুম্বই। লখনউ সুপার জায়ান্টে যোগ দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version