আইপিএল
IPL 2026: নতুন বোলিং কোচের নাম ঘোষণা করল কেকেআর। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরশুম আইপিএলে দলের পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না কলকাতা নাইট রাইডার্সের। যেই কারণে আসন্ন মরশুমে দলে একাধিক পরিবর্তনের আশা রয়েছে। যেখানে হেড কোচ হিসেবে কেকেআর দলে ফিরেছেন অভিষেক নায়ার। বৃহস্পতিবার সহকারী কোচের নামও ঘোষণা করেছিল শাহরুখ খানের দল। যেখানে দেখা গেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সেন ওয়াটসন যোগ দিয়েছেন কেকেআর শিবিরে। এবারে বোলিং কোচের নামও ঘোষণা করে ফেলল কলকাতার এই ফ্র্যাঞ্চাইজ। আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে। কেকেআর শিবিরে যোগ দিয়ে সাউদি বলেন, “কেকেআর সবসময়ই আমার কাছে ঘরের মতো মনে হয়েছে, এবং এই নতুন ভূমিকায় ফিরে আসা আমার জন্য সম্মানের। এই দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। এছাড়াও কেকেআরের সমর্থকেরাও দলকে অনেক সমর্থন করেন। আইপিএল ২০২৬-এ দলকে সাফল্য এনে দিতে মুখিয়ে রয়েছি”।
