আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তানের কোচকে কড়া জবাব ভারতের কোচের, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চরম উত্তেজনার ভারত পাকিস্তান ম্যাচ এর আগেই শিরোনামে উঠে এলেন পাকিস্তানের হেড কোচ মাইক হেসান। বিশ্বের শ্রেষ্ঠ স্পিনার হিসেবে তিনি বেছে নিলেন নিজের দলের মোহাম্মদ নাওয়াজকে। আর তার এই বক্তব্যই নতুন করে উস্কে দিল বিতর্কের আগুন।

রবিবার এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। এই ম্যাচ নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। এমনকি ডাক উঠেছিল ম্যাচ বয়কট করার। তবে যাবতীয় জল্পনা কাটিয়ে অবশেষে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মাঠে নামবে রবিবার। তবে নিঃসন্দেহে এই ম্যাচ ভারতের জন্য বেশ কিছুটা নতুন হতে চলেছে। একদিকে রোহিত শর্মা বিরাট কোহলিদের অনুপস্থিতি, অন্যদিকে তরুণ অধিনায়ক সূর্য কুমার যাদবের নেতৃত্ব; সব মিলিয়ে ইতিহাসের নতুন অধ্যায়ের শুরু। তবে এই নতুন ভারতকে মোটেই ভয় পাচ্ছে না পাকিস্তান এমনটাই বোঝা গেল হেড কোচের বক্তব্যে। “আমি বিশ্বাস করি আমাদের দলের মূল শক্তি হল ৫ জন স্পিনার। এর মধ্যে মোহাম্মদ নেওয়াজ বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ স্পিনার এবং গত ৬ মাস ধরেই ক্রমতালিকায় নিজের জায়গা ধরে রেখেছে” বলেন তিনি। আর তার সুরেই তাকে পাল্টা উত্তর দিয়েছেন ভারতের সহকারি কোচ রেয়ান টেন দুশখাতে। “নিঃসন্দেহে স্পিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই প্রতিযোগিতায় স্পিনাররা ছাপ ফেলতে চলেছেন এটা ধরেই নেওয়া যায়। আর স্পিনারদের কথা উঠলে বরুণ অক্ষর কুলদীপ, এদের ব্যাপারে আলাদা করে কিছু বলার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ প্রত্যেকে নিজস্ব ব্যক্তিগত মতামত আছে এবং তারা চাইলে যে কোন ক্রিকেটারকেই নিজেদের পছন্দ মত ক্রমতালিকায় বসাতে পারেন।” দুই দলের কোচদের মধ্যে জবাব পাল্টা জবাব থেকেই স্পষ্ট যে দুপক্ষই কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ।

প্রসঙ্গত ক্রিকেট অনুরাগীদের একাংশ যেখানে এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত, অন্যদিকে সেখানেই ডাক উঠেছিল ম্যাচ বয়কটের। মূলত রাজনৈতিক টানাপোড়েনের কারণেই তৈরি হয়েছিল জল্পনা। একটা সময় মনে হয়েছিল হয়তো ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পাবে না ক্রিকেট দুনিয়া। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপে নিয়ম মেনেই দুই দল খেলবে একে অপরের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version