আন্তর্জাতিক ক্রিকেট
বিরাট কোহলির জায়গায় এই তারকা ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা বলছেন অনিল কুম্বলে। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। সেই সিরিজে খেলতে নামার আগে দলের ভারসাম্য বজায় রাখাই আসল চ্যালেঞ্জ হতে চলেছে ভারতীয় দলের। এছাড়াও বিরাট কোহলি অবসর ঘোষণার পর, চার নম্বরে কে খেলবেন সেই নিয়েও থাকছে বড় প্রশ্ন। তবে সেই জায়গায় করুণ নায়ার সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচিত হবেন বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। একটি সাক্ষাৎকারে কুম্বলে বলেছেন, “৪ নম্বরে কে খেলবেন, আমার মনে হয় না সেটা কেউ ভেবে দেখেছে। অস্ট্রেলিয়ায় রোহিত শর্মা প্রথম টেস্ট খেলেনি, তাই ব্যাটিং অর্ডারে জায়গা পেয়েছিলেন কেএল রাহুল। তাহলে আপনি জানেন যে ভারতের ব্যাকআপ ওপেনার কে। তবে আমার মনে হয় এবারে ভারতীয় দলে ফিরে আসার সময় এসেছে করুণ নায়ারের। চার নম্বরে ও ব্যাট করতে পারে। এছাড়াও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছে করুন। তাই সে কন্ডিশন সম্পর্কেওর জানে”
চলতি মরশুম রঞ্জি ট্রফিতে বিদর্ভর হয়েও দারুন পারফরমেন্স করেছেন করুন নায়ার। বিজয় হাজারে ট্রফিতে নয়টি ইনিংসে করেছেন ৮৬৩ রান। রয়েছে চারটি সেঞ্চুরি। এছাড়াও ফাইনালে কেরালার বিরুদ্ধেও দারুন খেলেছিলেন বিদর্ভর এই ব্যাটার। সেই প্রসঙ্গে কুম্বলে বলেন “যদি সে সুযোগ পায়, তাহলে তরুণদের মধ্যেও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার আশা থাকবে। তবে তাঁর এই অসাধারণ পারফরম্যান্স যদি স্বীকৃতি না পায়, তাহলে বিষয়টা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে”।