ক্রিকেট

ICC CT 2025: বুমরাহর না থাকা বড় সুযোগ হিসেবে দেখছেন গম্ভীর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। যেখানে তাঁর অনুপস্থিতি গোটা ভারতীয় শিবিরের কাছে বড় চিন্তার কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেখানেই একদম উল্টো সুর শোনা গেল ভারতের কোচ গৌতম গম্ভীরের মুখে। জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহর না থাকা হতে পারে ভারতের কাছে বড় সুযোগ। ঠিক কী বললেন গম্ভীর?

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন করা হয়েছিল কোচ গম্ভীরকে। আর সেখানেই তিনি জানান, বুমরাহর অনুপস্থিতিতে হর্ষিত রানা এবং অর্শদীপ সিংয়ের সামনে থাকছে বড় সুযোগ। “হর্ষিতের মধ্যে বেশ কিছু ভাল লক্ষণ রয়েছে। অর্শ আজকে ভাল পারফর্ম করেছে। এটা ঠিক যে বুমরাহর মত বোলারকে সবসময়ই প্রয়োজন, ওর ক্ষমতাই আলাদা। তবে দলে শামিকে পাওয়াও খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি”, বলেন গম্ভীর।

প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলেই ছিলেন বুমরাহ। কিন্তু চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি। তবে তাঁর এই বাদ পড়া ভারতের সামনে নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। “আমি মনে করি ক্রিকেট এমন একটা খেলা যেখানে একজনের অনুপস্থিতি অন্যজনের কাছে বড় সুযোগ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে বুমরাহ না থাকায় হর্ষিত এবং অর্শদীপ চাইলেই নিজেদের মেলে ধরতে পারে। পাশাপাশি শামির দলে থাকা দলকে শক্তিশালী করবে। এটা ওদের কাছে এবং ভারতের কাছেও বড় সুযোগ”, এমনটাই বলেছেন কোচ গৌতম গম্ভীর। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ তারিখ দুবাইতে বাংলাদেশের বিরুদ্ধে খেলে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version