আন্তর্জাতিক ক্রিকেট

সুদূর পশ্চিম রয়্যালসকে হারিয়ে প্রথমবারের জন্য নেপাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল লুমদিনী লায়ন্স। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দ্বিতীয় মরশুমের নেপাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হল লুমদিনী লায়ন্স। এই প্রতিযোগিতাকে ঘিরে নেপাল ক্রিকেটভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ফাইনাল ম্যাচের আগেরদিন টিকিটের হাহাকার দেখা গেছে স্টেডিয়ামের বাইরে। ফাইনাল ম্যাচেও সমর্থকদের ঢল ছিল। সেদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল লুমদিনী লায়ন্স এবং সুদূর পশ্চিম রয়্যালস। 

এদিন প্রথম ব্যাটিং করে ১৯.১ ওভারে সুদূর পশ্চিম রয়্যালস তোলে মাত্র ৮৫ রান। একের পর এক ব্যাটসম্যানরা নিজেদের উইকেট খুইয়েছেন। অপরদিকে লুমদিনী লায়ন্সের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন অধিনায়ক রোহিত পাউদেল। এছাড়া তিনটি করে উইকেট পেয়েছেন রুবেন ট্রাম্পেলমান এবং শের মাল্লা। এছাড়া একটি উইকেট পেয়েছেন তিলক ভান্ডারী। অন্যদিকে সুদূর পশ্চিম রয়্যালসের হয়ে সর্বাধিক রান করেছেন ওপেনার ঈশান পান্ডে। যেই কারণে ৮৫ রান পর্যন্ত যায় তাদের ইনিংস। 

জবাবে ব্যাট করতে এসে শুরু থেকেই চালিয়ে খেলেন লুমদিনী লায়ন্স ওপেনার দীনেশ অধিকারী। মাত্র ১৩ বল খেলে ৪২ রান করে, লুমদিনী লায়ন্সকে জয়ের কাছে নিয়ে যান তিনি। পাশাপাশি ডার্সি শর্ট (১৪), নিরসন ডিকওয়েলা (১১) এবং অধিনায়ক রোহিত পাউদেল (১৬)-র ইনিংসের জেরে শেষে ৬ উইকেট ম্যাচ জিতে, প্রথমবারের জন্য নেপাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হল লুমদিনী লায়ন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version