আন্তর্জাতিক ক্রিকেট

গিলের চোট, বড় ম্যাচের আগে আশঙ্কায় ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ফের টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন শুভমন গিল। এশিয়া কাপে আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নজরও কেড়েছেন তিনি। পরের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। কিন্তু বড় ম্যাচের আগেই ভারতীয় শিবিরে নতুন করে ধাক্কা। শোনা যাচ্ছে চোট পেয়েছেন গিল। তাহলে কি তিনি থাকবেন না পাকিস্তান ম্যাচে? এই চোট আসলে কতটা গুরুতর?

নেটে অনুশীলন করার সময় হাতে চোট পান গিল। বল এসে হাতে লাগার পর বেশ কিছুক্ষণ যন্ত্রণায় ছটফট করতেও দেখা যায় তাকে। তবে সাথে সাথেই ফিজিও এসে পরীক্ষা করতে শুরু করেন গিলকে। এমনকি অধিনায়ক সূর্যকুমার এবং কোচ গৌতম গম্ভীরও আলাদা করে কথা বলেন গিলের সাথে। দেখা যায় সতীর্থ অভিষেক শর্মা সাহায্য করছেন তাকে একটি বোতল খুলতে। বাকি সময়টুকু অনুশীলনে ফিজিওর নজরদারিতেই কাটে গিলের। সূত্রের খবর কিছুক্ষণের মধ্যেই অনুশীলন শুরু করেন গিল এবং পুরোদমেই তাকে অনুশীলন করতে দেখা যায়। এর থেকে ধরে নেওয়া যায় তেমন গুরুতর চোট পাননি ভারতের এই তরুণ তারকা ক্রিকেটার। অর্থাৎ বড় ম্যাচে নিজেদের সবটুকু শক্তি নিয়ে ঝাঁপাতে প্রস্তুত ভারত।

প্রসঙ্গত আরবের বিরুদ্ধে খুব কম সময়ের জন্যই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন গিল। তবে সেই সুযোগকেও হাতছাড়া করেননি মোটেই। এখন দেখার পাকিস্তানের বিরুদ্ধে রবিবার নতুন কোন চমক দেখাবেন ভারতের এই তরুণ ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version