আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: ইংল্যান্ডের কার্যকলাপে কেন মেজাজ হারিয়েছিলেন শুভমন? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের দুই ওপেনারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তবে কেনো? কি কারণে জন্য হলো এমন? আসলে তৃতীয় দিনের শেষে যখন ইংল্যান্ড ব্যাট করতে নেমেছিল, সেই সময়ে ইনিংস শেষ হতে বাকি ছিল মাত্র ৭ মিনিট। অনায়াসে দুই ওভার বল করতে পারত ভারত। কিন্তু সেই সময় ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রুলি এবং বেন ডাকেট ব্যাট করতে নামেন। অধিনায়ক শুভমন গিল বল তুলে দেন অভিজ্ঞ জসপ্রীত বুমরাহর হাতে। দুটি বল খেলার পরেই দেখা যায়, ইংল্যান্ডের দুই ওপেনার ইচ্ছেকৃত সময় নষ্ট করছেন। বলের রানআপ শুরু করে দেওয়ার পরেও, বুমরাহকে ইচ্ছাকৃতভাবে থামিয়ে দেন জ্যাক ক্রুলি। এমনকি বুমরাহর পঞ্চম বল করার আগে দুই ওপেনার খানিকক্ষণ নিজেদের মধ্যে কথা বলেন। যা দেখে সাভাবিকভাবেই মেজাজ ধরে রাখতে পারেননি শুভমন গিল। একটা সময় তিনি প্রায় তেড়ে যান ক্রলির দিকে। ভারতের অন্য ক্রিকেটারেরাও ইংরেজ ওপেনারদের বিদ্রুপ করেন। ক্রলির দিকে তাকিয়ে হাসি মুখে শুভমনরা সবাই মিলে হাততালিও দিতে শুরু করেন। কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দেখে বোঝাই গিয়েছিল যে তারা এক ওভারের বেশি না খেলার পরিকল্পনা নিয়েই সম্ভবত ব্যাট করতে নেমেছিলেন। যার ফলে সফল হয় ইংল্যান্ডের পরিকল্পনা। অবশেষে খেলা হয় মাত্র এক ওভারই। তারপরেই ইনিংস শেষের ঘোষণা করে দেন আম্পায়াররা।