আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: সিরিজের মাঝ পথেই নজির গড়ল ভারত। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচ এই মুহূর্তে জমজমাট জায়গায় রয়েছে। কোন দল জিতবে, সেটা এখনও বোঝা সম্ভব নয়। কিন্তু টেস্ট সিরিজের মাঝ পথেই, রেকর্ড তৈরি করল টিম ইন্ডিয়া। লর্ডস টেস্টের আগে পর্যন্ত বিপক্ষের মাঠে গিয়ে একটি সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কাছেই। এবারে এই দুই দেশকে ছাপিয়ে গিয়ে, নয়া নজির গড়ল শুভমন গিলের দল। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে ৩৮৭ করে ভারত। যেখানে সেঞ্চুরি এসেছে কেএল রাহুলের ব্যাট থেকে। অপরদিকে ৮টা চার এবং দুটো ছক্কার সঙ্গে ৭৪ রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থও। এছাড়াও ছক্কা হাঁকিয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপও। যেই সুবাদে বিপক্ষের মাঠে একটি সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড নিজেদের নামে করেছে ভারত। প্রতিপক্ষের মাঠে একটি সিরিজে ভারতের ছয়ের সংখ্যা হয়ে গেল ৩৬। এখনও তৃতীয় টেস্টে ভারতের একটা ইনিংস বাকি রয়েছে। শুধু তাই নয়, এর পরে সিরিজের আরও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। ফলে সেই ছক্কার সংখ্যা যে আরও বাড়বে, সেটা আশা করাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version