আইপিএল

IPL 2025: অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে খুশি গুরু যুবরাজ সিং

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪৬ রানের বড় লক্ষ্যমাত্রা ধাওয়া করতে এসে আইপিএলের ইতিহাসে একজন ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন পঞ্জাব তনয় অভিষেক শর্মা। মাত্র ৫৫ বলে ১৪টি চার এবং ১০টি ছয়ের সুবাদে করেছেন ১৪১ রান। অভিষেকের ব্যাটিং গুরু হলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বলা বাহুল্য গুরুর পথেই হাঁটছেন শিষ্যও। নিজে হাতে অভিষেক শর্মাকে তৈরি করছেন যুবরাজ। কিন্তু শনিবার পঞ্জাবের বিরুদ্ধে শিষ্যর অসামান্য সেই ইনিংসে কার্যত বিস্মিত যুবরাজ। অভিষেক যে এতটা পরিণত হয়ে গিয়েছেন সেটা ভাবতেই পারেননি তিনি। পঞ্জাবের বিরুদ্ধে অভিষেকের ইনিংস দেখার পর নিজের সমাজমাধ্যমে যুবরাজ লেখেন, “৯৮ এবং ৯৯ রানের মাথায় সিঙ্গলস। আহা, শর্মাজির ছেলে। কত পরিণত হয়েছে। আমার দ্বারাও বোধহয় এমনটা হত না। দুর্দান্ত ইনিংস খেলেছে অভিষেক। দারুণ খেলেছে ট্রেভিস হেডও। এক সঙ্গে এই দুই বিধ্বংসী ওপেনারের ইনিংস দেখার একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। তবে অপরদিকে শ্রেয়সও দারুণ খেলেছে। ওর ইনিংসের কথাও বলতেই হবে।”

অভিষেক যখন একাডেমিতে ছিলেন, সেই সময় থেকেই অভিষেকের মধ্যে আগ্রাসী মানসিকতা বপন করেছিলেন যুবরাজ। এমনকি একাডেমিতে থাকাকালীন তিনি আলাদাভাবে ছক্কা হাঁকানোর অনুশীলনও করাতেন অভিষেককে দিয়ে। যেখানে অনুশীলনে নিয়ম হত, অন্তত ১০০ মিটার দূরে বল উড়ে গেলে তবেই সেটিকে ছয় ধরা হবে, নয়তো আউট। সেই জন্য অভিষেককে যাবতীয় যা অনুশীলন করানোর, সেটা করিয়েছেন যুবরাজ। এদিকে গত মরশুম শতরানের কাছে পৌঁছে গিয়েও বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খুইয়ে ছিলেন অভিষেক। ফলে সেই সময় যুবরাজ বুঝিয়ে দিয়েছিলেন, আগ্রাসী ব্যাটিং মানে শুধু চার-ছক্কা নয়। কখনও কখনও খুচরো রানও নেওয়া প্রয়োজন। তবে শনিবার অভিষেকের সেই ইনিংসের পর খুবই খুশি গুরু যুবরাজ সিং। খুশি তরুণ ব্যাটার অভিষেক শর্মাও। এই বিষয়ে তিনি বলেন, “এই প্রথমবার উনি বাড়তি কিছু যোগ না করে মন্তব্য করেছেন উনি আমাকে নিয়ে গর্বিত। তাই আমারও খুব ভাল লাগছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version