ক্রিকেট
IND vs ENG 3rd ODI: আহমেদাবাদে শতরান করে সন্তুষ্ট শুভমন গিল
রে স্পোর্টজের প্রতিবেদন: আহমেদাবাদে নজির গড়ে শতরান করেছেন শুভমন গিল। আর সেই শতরানে ভর করেই একদিনের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। এদিন শুরুতেই আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা। শুভমন গিলকে সঙ্গে নিয়ে রানে ফিরলেন বিরাট। ১০২ বলে ১১২ রানের ইনিংস খেললেন গিল। শুধু ম্যাচের সেরা নয়, সিরিজ সেরার পুরষ্কারও ছিনিয়ে নিলেন এই তরুণ ওপেনার। ম্যাচ শেষে গিল বলেন, “আজকের ইনিংসটা স্পেশাল। এই পিচে শুরুতে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। বিরাট অনেকটা সাহায্য করেছে। আমাদের লক্ষ্য ছিল সব সময় স্ট্রাইক রোটেট করা।” ম্যাচ শেষে শুভমন গিলের প্রশংসা করতে ভোলেননি দলের অধিনায়ক রোহিত শর্মা।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের অলরাউন্ড পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে ভারত অধিনায়ককে। রোহিত বলেন, “অবশ্যই এই জয় স্বস্তির। আমরা জানি আমরা কী করতে পারি। তবে এখনও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা সেই জায়গাতেই নজর দেব।” গিল, কোহলি ছাড়াও এদিন দুর্দান্ত একটি ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। ম্যাচ শেষে শ্রেয়স বললেন, “আজ শুভমন আর বিরাট শুরুতেই মঞ্চটা তৈরি করে দিয়েছিল। আমার কাজ ছিল দ্রুত রান তুলে আনা। আমি সেই চেষ্টাই করেছি। শতরান করতে পারলে আরও ভালো লাগত। সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সেদিকেই মন দিতে চাই।” ইংল্যান্ডের বিরুদ্ধে এই পারফরম্যান্স ভারতীয় শিবিরে অনেকটা আত্মবিশ্বাস জোগাবে। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন পারফর্ম করে ইন্ডিয়া।