আইপিএল

IPL 2025: সমর্থকদের জন্য ট্রফি ট্যুরের ঘোষণা কেকেআরের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৪-এ স্মরণীয় আইপিএল অভিযান এবং খেতাব জয়ের পর, টি-২০ বিশ্বকাপ থাকায় কোনও সেলিব্রেশন করতে পারে নি কেকেআর। তাই ২০২৫ আইপিএল শুরুর আগে আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য ট্রফি ট্যুরের আয়োজন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

১৪ ফেব্রুয়ারি গুয়াহাটি থেকে শুরু হবে এই ট্রফি ট্যুর। ১২ ও ১৬ মার্চ কলকাতায় ফিরে আসার আগে সারা ভারতের আরও সাতটি শহরে ঘুরে আসবে আইপিএল ট্রফি। সেই শহরগুলি হল, ভুবনেশ্বর (১৬ ফেব্রুয়ারি), জামশেদপুর (২১ ফেব্রুয়ারি), রাঁচি (২৩ ফেব্রুয়ারি), গ্যাংটক (২৮ ফেব্রুয়ারি), শিলিগুড়ি (২ মার্চ), পাটনা (৯ মার্চ), দুর্গাপুর (৯ মার্চ)।

কেকেআর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে এই ট্রফি ট্যুর চলাকালীন সমর্থকদের জন্য নানারকমের খেলাধুলার ব্যবস্থা থাকবে। জিততে পারলে পুরস্কার জেতার সুযোগও থাকবে সমর্থকদের কাছে। এছাড়া আইপিএল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version