ক্রিকেট
ICC CT 2025: আশঙ্কা হল সত্যি! ছিটকে গেলেন বুমরাহ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আশঙ্কাটা ছিল অনেকদিন ধরেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ খেলতে পারবেন তো জসপ্রীত বুমরাহ? বুমরাহর জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত, অপেক্ষা করেও খুব একটা লাভ হল না। মঙ্গলবার রাতের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দলে নেই বুমরাহ। তাঁর জায়গায় দলে ঢুকেছেন হর্ষিত রানা। এছাড়াও যে দল ঘোষণা করা হয়েছে তাতে বড় নাম বরুণ চক্রবর্তী। প্রাথমিক দলে থাকলেও বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, “জোরে বোলার জসপ্রীত বুমরাহ পিঠের নীচের দিকে চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন।” চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে, বুমরাহর ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য জোর ধাক্কা। ফলে মহম্মদ শামি, আর্শদীপ সিংদের দায়িত্ব আরও বাড়ল। এখন দেখার, বুমরাহর অভাব তাঁরা কতটা পূরণ করতে পারেন মাঠে।
চাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, শিবম দুবে। (এই তিন ক্রিকেটার প্রয়োজনে দলের সঙ্গে যোগ দেবেন)