আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: সরলেন স্টার্ক, একাধিক পরিবর্তন অস্ট্রেলিয়ার দলে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে যে অস্ট্রেলিয়ার অবস্থা খুব একটা ভালো নয় তা তাদের দল ঘোষণা থেকেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। প্যাট কামিন্স, জস হ্যাজলউডরা বাদ পড়েছিলেন আগেই। আর এবার প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। তা অস্ট্রেলিয়ার কাছে যেরকম অস্বস্তিজনক, সেরকমই বাকি দলগুলোর কাছেও বেশ আশ্চর্যের।

গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল। অবাক করার মত বিষয় হল, যে সেই দলে নেই অনেক তারকা ক্রিকেটার। অলরাউন্ডার মার্কস স্টোইনিস একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন আচমকাই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও তার এই ঘোষণা বেশ অনেকটাই চমক লাগিয়েছে গোটা ক্রিকেট দুনিয়াকে। পিঠের চোটের কারণে নাম সরিয়ে নিয়েছেন মিচেল মার্শ। ফলে এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকা বেশ কিছু ক্রিকেটারকে দলের সুযোগ দেওয়া গেছে। যা অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পক্ষে থাকবে বলে মনে করছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। অন্যদিকে স্টার্কের সরে যাওয়া প্রসঙ্গে সরকারিভাবে কোন বিবৃতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সূত্রের খবর, ব্যক্তিগত কারণেই নিজের নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। ইতিমধ্যেই দেশেও ফিরে গেছেন তিনি। স্পেন্সার জনসন, নাথান এলিস ও বেন ডোয়ারশুইসের নাম জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ার দলে। অন্যদিকে স্পিন বিভাগে এসেছেন তনভীর সঙ্ঘা, অলরাউন্ডার হিসেবে দলে যোগ দিয়েছেন অ্যারন হার্ডি। আপাতত এই প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version