আন্তর্জাতিক ক্রিকেট

ভারত-পাক বিতর্কে মুখ খুললেন হরভজন, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল প্রথম থেকেই। ভারত এবং পাকিস্তান দুই দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির কারণে ক্রিকেট ম্যাচ বয়কট করার ডাকও উঠেছিল। যদিও শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচের আগেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন ছিল শুরু থেকেই। তবে সম্প্রতি কাশ্মীরের পহলগামে জঙ্গি হানার ঘটনায় প্রাণ হারায় ২৬ জন যার মধ্যে বেশিরভাগ ছিলেন ভারতীয় ট্যুরিস্ট। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয়রা। পাল্টা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার জন্য ভারতীয় সরকারের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের পদক্ষেপ নেওয়া হয়। এরপরেই ওঠে ভারত এবং পাকিস্তানের যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার ডাক। বাণিজ্য থেকে বিনোদন কোন কিছুতেই আর পাকিস্তানকে সাহায্য করা উচিত নয় ভারতের এমনটাই মনে করতে শুরু করেন একাংশ। স্বাভাবিকভাবেই এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করার ডাক ওঠে। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন হরভজন সিং নিজেও। স্পষ্টই জানালেন ভারত পাকিস্তানের ম্যাচ বন্ধ হয়ে যাওয়ারই পক্ষপাতী তিনি। “ভারত পাকিস্তান ম্যাচের দিকে নজর থাকে প্রত্যেকেরই। তবে অপারেশন সিঁদুরের পর অনেকেই মনে করেছেন এই ম্যাচ বাতিল হয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে যদিও প্রত্যেকের মতামত ব্যক্তিগত, তবে আমি মনে করি যতক্ষণ না দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটছে ততক্ষণ পর্যন্ত বাণিজ্য এবং ক্রিকেট দুই বন্ধ হওয়া উচিত। তবে আবারও বলছি এটা আমার চিন্তাধারা। ভারতের সরকার যদি মনে করে ম্যাচ খেলার পরিস্থিতি রয়েছে তাহলে অবশ্যই যেন ম্যাচ হয়।” সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন হরভজন। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি জানান, এই প্রতিযোগিতাতেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেননি তারা।

প্রসঙ্গত আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে নিজেদের এশিয়া কাপের যাত্রা শুরু করেছে ভারত। আগামী রবিবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছেন সূর্যকুমাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version