আন্তর্জাতিক ক্রিকেট
এশিয়া কাপের অধিনায়ক বাছতে চাপে বিসিসিআই। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই প্রতিযোগীতা। তবে তার আগে কিছুটা চাপের মধ্যে রয়েছে বিসিসিআই। এশিয়া কাপ শুরুর আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। স্পোর্টস হার্নিয়ায় আক্রান্ত হয়েছিলেন সূর্যকুমার যাদব। জুন মাসে জার্মানিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন “স্কাই”। যা খবর তাতে আরও অন্তত এক সপ্তাহ সেখানেই মেডিক্যাল টিমের সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে প্রতিযোগিতা শুরুর আগে যদি সূর্যকুমার ফিট না হন, সেক্ষেত্রে অধিনায়ক বাছতে চাপে পড়বে বিসিসিআই। অপরদিকে ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিক পাণ্ডিয়াকেও। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন পাণ্ডিয়া। ফলে এশিয়া কাপ শুরুর আগেই, এই দুই ক্রিকেটারকে দ্রুত মাঠে ফেরাতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড।