আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: চোট নিয়ে লড়ছেন পন্থ। সঙ্গ দিচ্ছেন রাহুল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লর্ডসে, সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলায়, শুরুতে ২৫১ রানে ৪ উইকেটে খেলা শুরু করে ইংল্যান্ড। এদিকে প্রথম দিনের শুরুতে ৯৯ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান জো রুট। দ্বিতীয় দিনের শুরুতে নিজের সেঞ্চুরি পূরণ করতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রুট। বুমরাহর বলে ১০৪ রান করেই, প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এদিকে হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে খেললেও, দ্বিতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। কিন্তু লর্ডসে তৃতীয় টেস্টে ফিরেই, ৭৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। পাশাপাশি লর্ডসের অনার্স বোর্ডে নামও তুললেন তিনি। অপরদিকে ৮৫ রান দিয়ে ২টি উইকেট তুলেছেন মহম্মদ সিরাজ। দুটি উইকেট পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি এবং একটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা। যার ফলে অবশেষে ৩৮৭ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।
জবাবে ব্যাট করতে এসে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (১৩)। তবে তিনি আউট হওয়ার পর, আরেক ওপেনার কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন করুণ নায়ার। তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বলে ৪০ রানের মাথায় আউট হন করুন। গত টেস্টে দারুন ছন্দে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে। কিন্তু এদিনের ইনিংসে ব্যাট থেকে জাদু দেখাতে পারলে না তিনি। মাত্র ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় তাঁকে। উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ঋষভ পন্থকে। তারপর একটা সংশয় ছিল যে আদৌ ব্যাট করতে আসবেন কিনা পন্থ। তবে যাবতীয় সংশয় উড়িয়ে ব্যাট করতে নামেন তিনি। তবে তিনি যে চোট নিয়ে খেলছেন সেটা তার ব্যাটিং দেখে বোঝাই গেছে। অন্যদিকে ৫৩ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।