আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: প্রথম দিনের শেষে এডভান্টেজ জায়গায় ইংল্যান্ড। চাপে ভারত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে হারের পর, অবশেষে এজবাস্টনে ৩৩৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে, সিরিজে ১-১ এর সমতায় ফিরেছে ভারত। যদিও বড় ব্যবধানে এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেটাররা। বৃহস্পতিবার লর্ডসে, সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নেমেছেন শুভমন গিল ব্রিগেড। তবে প্রথম দিনের খেলায় খুব বেশি আত্মবিশ্বাসী লাগেনি ভারতীয় দলকে। এদিকে তৃতীয় টেস্ট ম্যাচে এসেও, টসের ক্ষেত্রে জয়ের মুখ দেখেনিনি গিল। তবে তিনি জানিয়েছেন যে জিতলেও বোলিংয়ের কথাই ভেবেছিলেন তিনি। কিন্তু প্রথম বোলিং করেও সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ভারতীয় বোলাররা। প্রথম দিনের শেষে ৪ উইকেট খুঁইয়ে, ২৫১ রানে ব্যাট করছে ইংল্যান্ড। যেখানে অপরাজিত ৯৯ রানে রয়েছেন অভিজ্ঞ জো রুট। তার সঙ্গে ৩৯ রানে অপরাজিত রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। 

শুরুতে ভারতীয় বোলারদের সামনে কিছুটা চাপে পড়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রলি। যদিও প্রথম এক ঘণ্টার খেলায় কোনও উইকেট তুলে নিতে পারেননি ভারতীয় বোলাররা। কিন্তু জল পানের বিরতির পরেই, বল হাতে চমৎকার দেখান নীতিশ কুমার রেড্ডি। একই ওভারে দুই ওপেনার বেন ডাকেট (২৩) এবং জ্যাক ক্রলির (১৮) উইকেট তুলে নেন তিনি। ঠিক যখন মনে হচ্ছিল আবারও ভারতীয় বোলারদের সামনে আত্মসমর্পণ করবেন ইংরেজ ব্যাটসম্যানরা, তখনই ক্রিজে এসে ব্যাটিংয়ের হাল ধরেন অলি পোপ এবং জো রুট। দুজনে মিলে ভালো পার্টনারশিপ তৈরি করেছিলেন। তবে চা পানের বিরতির পরেই, অলি পোপকে (৪৪) প্যাভিলিয়নে পাঠান অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। কিছুক্ষণ পরেই হ্যারি ব্রুকের (১১) উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। উইকেট পেলেও, খুব একটা ভালো ছন্দে দেখা যায়নি তাঁকে। অপরদিকে নিজের সাভাবিক খেলা খেলে গেলেন জো রুট। তাকে সঙ্গ দিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। যার ফলে প্রথম দিনের শেষে, যথেষ্ট ভাল জায়গায় ইংল্যান্ড। কিছুটা চাপের মধ্যে ভারত। এবারে দেখার দ্বিতীয় দিনের শুরুতেই, উইকেট তুলে নিয়ে আবারও ইংল্যান্ডে চাপে ফেলতে পারেন কিনা মহম্মদ সিরাজ, আকাশ দীপরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version