আন্তর্জাতিক ক্রিকেট
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ফের বিতর্ক, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘ আট বছর পর ক্রিকেট দুনিয়ায় ফিরেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতার শুরু থেকেই বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে গেছে প্রায় প্রতিটি দেশ। তবে সবথেকে বেশি সমালোচনা হয়েছিল ভারতকে নিয়ে। উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগও। তবে রবিবার সমস্ত সমালোচনার জবাব দিয়ে দিলেন রোহিত শর্মারা নিজেদের কাজের মধ্যে দিয়ে। নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারত। অথচ শেষের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল উপস্থিত নেই আয়োজক দেশ পাকিস্তানের কোন সদস্য। ঘটনাটা শুধু যে দৃষ্টিকটু তাই নয়, বরং অনেকটাই লজ্জাজনক। স্বাভাবিকভাবেই পাক ক্রিকেট বোর্ডকে তুলেধনা করতেও ছাড়েনি ক্রিকেট অনুরাগীরা।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সচিব যথাক্রমে রজার বিনি এবং দেবজিত সৈকিয়া, এবং নিউজিল্যান্ডের ক্রিকেট ডিরেক্টর রজার তোস। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখ্য অপারেটিং অফিসার সুমের আহমেদ, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টরও বটে, তাকে দেখতে পাওয়া গেল না মঞ্চে। অথচ এদিন দুবাইয়েই ছিলেন তিনি। সূত্রের খবর আইসিসিকে আগে থেকেই নিজের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে অবগত করেছিলেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ইসলামাবাদে যুগ্ম পার্লামেন্ট সেশন অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি দুবাইয়ে উপস্থিত থাকতে পারবেন না এমনটাই জানিয়েছিলেন। তবে পাকিস্তানের কোন সদস্য উপস্থিত না থাকতে পারার বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার নিজেই। “ভারত আর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল এবং আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। পাকিস্তান আয়োজক দেশ হয়েও সেই দেশের কোন ক্রিকেট কর্তাই ফাইনালের মঞ্চে উপস্থিত নেই। কেন আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে কেউ এলেন না? বিষয়টা দেখে অত্যন্ত খারাপ লাগছে। এটা আন্তর্জাতিক মঞ্চ সেটা মাথায় রাখা উচিত ছিল” নিজের এক্স হ্যান্ডেলে এভাবেই উষ্মা প্রকাশ করেন শোয়েব।
প্রসঙ্গত আয়োজক দেশ হওয়া সত্বেও গ্রুপ থেকেই লজ্জাজনক বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। তারপর এই গোটা প্রতিযোগিতায় কোন ম্যাচ না হেরে ট্রফি ঘরে তুলেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের অনুপস্থিতি ভুল বার্তা দিতে পারে ভারতকে এমনটাই মনে করছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটারও। শুধুমাত্র ভারত জিতেছে বলেই পাকিস্তান থেকে উপস্থিত হননি কেউ এমন বার্তা যাওয়া অসম্ভব নয়। যদিও সূত্রের খবর আইসিসির পক্ষ থেকে দুবাইয়ে থাকা সত্ত্বেও কোনরকম নিমন্ত্রণ বার্তা পাঠানোই হয়নি সুমের আহমেদকে। এখনো এই প্রসঙ্গে মুখ খোলেনি আইসিসি কর্তৃপক্ষ।