আন্তর্জাতিক ক্রিকেট

আনন্দে আত্মহারা বিরাট রোহিতদের ছবি ভাইরাল নেট দুনিয়ায়

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ক্রিকেটের বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে লক্ষ্য করা যায় তাকে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাত। গ্যালারিতে থাকবেন না বলিউড অভিনেত্রী তথা বিরাট পত্নী অনুষ্কা শর্মা তা কি হয়? খেলার ফল ভালো হোক বা খারাপ, যে ছবি সব সময় দেখা যায় তা হল বিরাটকে ম্যাচ শেষে আলিঙ্গন করছেন স্ত্রী অনুষ্কা। কখনো বুঝিয়ে দিচ্ছেন খারাপ সময়েও পাশে আছেন, আবার কখনো বিরাটের সাথেই মাতছেন জেতার আনন্দে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জেতার পর একটা অন্য ছবি চোখে পড়ল। আর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। দেখা গেল বিরাটের পাশাপাশি এবার অধিনায়ক রোহিত শর্মাকেও আলিঙ্গন করে নিলেন অনুষ্কা। আর কিছুক্ষণের মধ্যেই যোগ দিলেন হার্দিক পান্ডিয়াও।

দীর্ঘ আট বছর পর ফের ক্রিকেট দুনিয়ায় ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতার শুরু থেকেই দারুন পারফর্মেন্স করেছেন রোহিত শর্মারা। গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি ভারত। তারপর কঠিন লড়াই দিয়ে জিতে নিয়েছে ফাইনালও। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পাশাপাশি পরপর দুটো আইসিসি খেতাব জিতলেন অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন উৎসবের মেজাজ। দেখা গেল স্ত্রী এবং কন্যা রিতিকা ও সামাইরার সঙ্গে আনন্দে মেতেছেন ভারতের অধিনায়ক। নিজের পরিবারের সাথে সময় কাটানোর পরেই এগিয়ে গেলেন বিরাটের দিকে। তার পাশেই তখন উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। উষ্ণ আলিঙ্গনে একে অপরকে অভিবাদন জানালেন।

তবে শুধু রোহিত বা বিরাট নয়, চার মেরে ম্যাচ শেষ করার পরেই পরিবারের সঙ্গে আনন্দে মাতলেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামির মা উপস্থিত ছিলেন এদিন স্টেডিয়ামে। তিনিও দেখা করলেন বিরাটের সাথে। ছেলের প্রথম আইসিসি ট্রফি জয়ে আবেগ উত্তেজনায় ভাসলেন শুভমন গিলের বাবা। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে রোহিত শর্মা একাধিক আইসিসি ট্রফি জেতার রেকর্ড গড়লেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version