ক্রিকেট

IND vs ENG 2nd ODI: বুমরাহ ফিরছেন কবে? জানালেন জাদেজা। বিস্তারিত জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন জসপ্রীত বুমরাহ। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের সিরিজ থেকেও ছিটকে গেছেন তারকা বোলার। তবে এখানেই শেষ নয়। হয়তো আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা যাবে না বুমরাহকে। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতের অন্যতম তারকা বোলার রবীন্দ্র জাদেজা।

বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধানে আপাতত ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রয়েছেন বুমরাহ। তবে তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে টিম ইন্ডিয়ার মেডিকেল স্কোয়াডও। তারপরেও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে। সেই প্রসঙ্গে জাদেজাকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, “এটা আমার বিষয় নয়। মেডিকেল টিম দেখাশোনা করছে। আমি আশা করব দ্রুত বুমরাহ দলে যোগ দেবে। ওর উপস্থিতি দলকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। যা শুধুমাত্র দলের জন্যই নয় বরং দেশের জন্যেও অনেকটাই প্রয়োজনীয়।” তার কথায় এটা স্পষ্ট যে এখনই বুমরাহর ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। পাশাপাশি রোহিত শর্মার রান পাওয়া নিয়ে যে দলের মধ্যে কোনরকম উদ্বেগ ছিল না সেই প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। “রোহিত শর্মা অনেক বড় মাপের খেলোয়াড়। তাই তাকে নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। ও নিজে যথেষ্ট ওয়াকিবহাল যে কীভাবে খেলতে হবে বা ও কী চায় সেই বিষয়েও ওর স্পষ্ট ধারণা রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের ফর্মে ফেরা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”

প্রসঙ্গত, এখনই বুমরাহর বিকল্প হিসেবে কাউকে বেছে নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ দলের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে তাকেই ফিরিয়ে আনার। তবে একান্তই এমনটা না ঘটলে সেক্ষেত্রে গৌতম গম্ভীরদের বিকল্প বেছে নিতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version