আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে নামার আগে আশাবাদি ঋষভ পন্থ। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্টে হারের মুখে দেখতে হয়েছিল ভারতকে। তবে দ্বিতীয় টেস্টে দারুন প্রত্যাবর্তন করেছেন শুভমন গিলের দল। বৃহস্পতিবার লর্ডসের মাঠে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে ভারত। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে তৃতীয় টেস্টের আগে যেই বলে তারা খেলবেন সেই নিয়ে একটা অসঙ্কচ প্রকাশ করেছে ভারতীয় দল। এই প্রসঙ্গে পন্থ বলেন, “এই বলটির খুব তাড়াতাড়ি আকার পরিবর্তন হয়। ক্রিকেটারদের কাছে এই বিষয়টা অত্যন্ত বিরক্তিকর। এর আগে এমনটা কখনও দেখিনি। কখনও কখনও বলটা বেশি নরম হয়ে যাচ্ছে। আবার পাল্টে অন্য বল নিলে অন্য রকম হচ্ছে। আমার মনে হয় ক্রিকেটের জন্য এটা ভাল নয়”।

দ্বিতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল দলের গুরুত্বপূর্ণ জোরে বলার জসপ্রীত বুমরাহকে। তার জায়গায় দলে জায়গা পেয়েছিলেন বাংলার জোরে বলার আকাশ দীপ। কিন্তু সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। তবে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে আবারও দলে ফিরতে চলেছেন বুমরাহ। সেই প্রসঙ্গে ঋষভ পন্থ বলেন,”যত সময় গড়িয়েছে আমাদের বোলাররা তত ভালো পারফরম্যান্স করে দেখিয়েছে। ওদের এই দারুণ পারফরমেন্সের জন্যই আমাদের দল ক্রমশ আরও ভালো হয়ে উঠছে”। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে দারুন বোঝাপড়া রয়েছে ঋষভ পন্থের। সেই বিষয়ে তিনি বলেন, “মাঠের মধ্যে আমাদের দুজনের যোগাযোগ খুব সহজ আর স্বাভাবিক। আর আমাদের সম্পর্কটা কেমন সেটা মাঠেই দেখা যায়। এরকম সম্পর্ক থাকলে কাজটাও করতে খুব সুবিধা হয়। আমরা একটা দল হিসেবেই এগোতে চাই এবং আশা করি দলের সকলের সঙ্গে যেন এমন ভাবেই বোঝাপড়া তৈরি হয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version