আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: লর্ডসে ছন্দ বজায় রাখার লক্ষ্যে ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, ৩৩৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। যার ফলে স্বাভাবিকভাবেই দারুন ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি মানসিকভাবেও ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। এছাড়াও সিরিজে শুরু থেকেই আগুনে ছন্দে দেখা গিয়েছে অধিনায়ক শুভমন গিলকে। দ্বিতীয় টেস্টে বিভিন্ন রেকর্ডও ভেঙেছেন তিনি। পাশাপাশি দ্বিতীয় টেস্টে জয়ের ফলে, এই মুহূর্তে সিরিজে সমতায় ফিরেছে ভারত। ফলে সেই ছন্দ বজায় রেখেই, লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে শুভমন গিল ব্রিগেড। যদিও লর্ডসের উইকেট নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ম্যাচের একদিন আগেও পিচে হালকা ঘাস দেখা যাচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে সেই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এর আগে ২০১৪ সালে এই লর্ডসের মাঠেই এর থেকেও বেশি সবুজ উইকেটে খেলে জয় পেয়েছিল ভারত। ফলে এই পিচ নিয়ে ভয়ের কোনো কারণ নেই।
অন্যদিকে ম্যাচের আগেরদিন ভারতের অনুশীলন দেখে বোঝা গেলো, লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় প্রথম একাদশে ফিরছেন জসপ্রীত বুমরাহ। তবে এই টেস্ট ম্যাচেও দুই স্পিনার নিয়েই খেলবে ভারতীয় দল। যেখানে মূল স্পিনারের ভূমিকা নেবেন রবীন্দ্র জাদেজা। অপরদিকে ব্যাকআপ স্পিনার হিসেবেই রাখা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। বোলিংয়ের থেকেও তার ভূমিকা বেশি থাকবে দলের ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর ক্ষেত্রেই। তবে একজন পার্ট টাইম পেস বোলার হিসেবে এই টেস্টে বেশি বল করতে পারেন নীতিশ কুমার রেড্ডি। অপরদিকে তৃতীয় টেস্ট ম্যাচে নামার আগে ইংল্যান্ডের দলে হয়েছে একটি পরিবর্তন। যশ টাঙ্গের জায়গায় দলে এসেছেন জোফ্রা আর্চার। ফলে তৃতীয় টেস্টে দুই দলের দুই অভিজ্ঞ পেসার, বুমরাহ-আর্চার দ্বৈরথ দেখতে মুখিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।