ক্রিকেট
পঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন হরভজন সিং
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পড়েছে পঞ্জাব। প্রবল বৃষ্টির কারণে জলের নিচে তলিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। বিগত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পঞ্জাব। এই অবস্থায় পঞ্জাবের বন্যাদুর্গতদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। সাংসদ তহবিলের টাকা থেকে ৮টি যন্ত্রচালিত নৌকা দান করেছেন হরভজন। এছাড়াও নিজের টাকায় আরও তিনটি যন্ত্রচালিত নৌকা কিনে দিয়েছেন। জানা গেছে যেই নৌকা তিনি দিয়েছেন, তার এক একটার দাম প্রায় ৪.৫ থেকে ৫.৫ লক্ষ টাকা। এমনকি অ্যাম্বুল্যান্সও দান করেছেন হরভজন, যাতে গুরুতর রোগীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায়। শুধু তাই নয়, বন্যাদুর্গতদের সাহায্যার্থে ৫০ লক্ষ টাকাও তুলে দিয়েছেন তিনি।