আন্তর্জাতিক ক্রিকেট

এশিয়া কাপের দল নিয়ে খুশি নন ভারতীয় ক্রিকেটার, বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের ভারতীয় দল নিয়ে প্রথম থেকেই চলেছে বিতর্কের ঝড়। তবে এবার এই দলের আদৌ প্রতিযোগিতা জেতার সুযোগ কতটা রয়েছে সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তার বক্তব্য থেকে স্পষ্ট যে দল নির্বাচন নিয়ে মোটেই খুশি নন তিনি।

একটি বিশেষ সাক্ষাৎকারে দলের তৃতীয় অলরাউন্ডারের অনুপস্থিতি নিয়ে বক্তব্য রেখেছেন কাইফ। “রোহিতের নেতৃত্বে যে দল বিশ্বকাপ জিতেছিল সেখানে তিনজন অলরাউন্ডার ছিলেন। অক্ষর জাদেজা এবং হার্দিক। অর্থাৎ বোলিংয়ের ক্ষেত্রে ছটি এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে মোট আটটি দিক খোলা ছিল। কিন্তু এশিয়া কাপের দলে রয়েছেন দুজন অলরাউন্ডার, অক্ষর এবং হার্দিক। এক্ষেত্রে নতুন কিছু ভাবতে হবে ভারতকে” বলেন কাইফ।

প্রসঙ্গত প্রথম একাদশে মাত্র দুজন অলরাউন্ডার নিয়েই এশিয়া কাপে খেলতে নামছে ভারত। যদিও নির্বাচকরা ওয়াশিংটন সুন্দরকে রেখেছেন স্ট্যান্ডবাই প্লেয়ার এর তালিকায়, তবে এই সিদ্ধান্ত হয়তো পাল্টা বিপদ নিয়ে আসতে পারে ভারতের জন্য এমনটাই মনে করছেন কাইফ। এমনকি দলে কোন ব্যালেন্স নেই এমনটাও বলেছেন প্রাক্তন ক্রিকেটার।

এশিয়া কাপে ভারতীয় দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেস শর্মা (উইকেটরক্ষক), যশপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসাং (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version