আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: বুমরাহহীন বোলিং বিভাগ নিয়ে স্বপ্ন দেখছেন অধিনায়ক শুভমন গিল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। যদিও এই টেস্ট ম্যাচে খেলতে নামার আগে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভারতের নবনিযুক্ত অধিনায়ক শুভমন গিলকে। একে হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচটি হেরে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে নেমেছিল ভারত। অপরদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়ায় হয়েছিল দলের গুরুত্বপূর্ণ পেসার জসপ্রীত বুমরাহকে। ফলে ভারতের বোলিং বিভাগ নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিলই। তবে সব কিছুর জবাব ভারতীয় দল দিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচেই। যেই বোলিং বিভাগ নিয়ে সবার চিন্তা ছিল, সেই বোলিং বিভাগে সিরাজ, আকাশ দীপ মিলে ফুল ফুটিয়েছেন। যেই কারণে নিজের দলের বোলারদের নিয়ে যথেষ্ট খুশি অধিনায়ক শুভমন গিল। তবে এখনও এই দলে অভিজ্ঞ জসপ্রীত বুমরাহকে মিস করছেন তিনি। শুভমন জানিয়েছেন, “একটা সময় আমাদের বোলিং বিভাগ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। আমি ভেবেছিলাম একটা টেস্ট ম্যাচে যদি আমরা ১৬ বা ১৭টা উইকেটও নিতে পারি, তাহলে সেটাও অনেক বড় ব্যাপার হবে। দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে আমাদের নিয়ে অনেক কথা হয়েছিল। বিশেষত জসপ্রীত ভাই না থাকায় অনেকেই মনে করেছিল ইংল্যান্ডের ২০টি উইকেট আমরা ফেলতে পারব না। কিন্তু আমার বোলাররা সেটা করে দেখিয়েছে। দুই ইনিংস মিলিয়ে একাই ১০টি উইকেট তুলেছেন আকাশ দীপ। সিরাজও দারুন বোলিং করেছে। আমার মতে এই ভারতীয় দল আরও বেশি লড়াই দিতে তৈরি। যেকোনো জায়গায় যেকোনো দলের বিরুদ্ধে ২০টি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে এই ভারতীয় দলের বোলিং বিভাগের”।