আইপিএল
IPL 2025: ম্যাচ হারের পাশাপাশি শাস্তি পেলেন এই কেকেআর তারকা। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার ইডেন গার্ডেন্সে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। যেখানে ২০ ওভার ব্যাট করে ১৭৯ রান তোলেন নাইট ব্যাটাররা। জবাবে ব্যাট করতে এসে শুরুতে পরপর উইকেট খুইয়ে চাপে পড়লেও, শেষে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিএসকে। তবে এই ম্যাচে শাস্তি পেয়েছেন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। মূলত আচরণবিধি লঙ্ঘনের কারণেই ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে বরুনের। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে।
ঠিক কোন কারণের জন্য তারকা স্পিনার বরুণ চক্রবর্তীকে শাস্তি দেওয়া হয়েছে, সেই বিষয়ে আইপিএলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে সিএসকে ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করে, তাঁকে প্যাভিলিয়নে যাওয়ার যেই ইশারা করেছিলেন বরুণ চক্রবর্তী, সেই কারণের জন্যই শাস্তি হয়েছে তাঁর। তবে শাস্তি পেলেও, বুধবার দারুন বোলিং করেছিলেন বরুণ। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে দুইটি উইকেট পেয়েছিলেন তিনি। অপরদিকে কেকেআর এই ম্যাচ হারায়, প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে উঠেছে অজিঙ্ক রাহানের সামনে।