আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: সৌরভ গাঙ্গুলীর পরামর্শ কাজে এসেছে আকাশ দীপের। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ভারত। আর সেই ম্যাচেই প্রথমবারের জন্য নিজের পাঞ্জা খুলেছেন আকাশ দীপ। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন তিনি। তাও আবার ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। শুধু উইকেটই নয়, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করে গেছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে, মোট ১৮৭ রান দিয়ে তুলে নিয়েছেন ১০টি উইকেট। যদিও দলের প্রথম পছন্দের পেস বোলার ছিলেননা আকাশ দীপ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র তিনটিতেই খেলতে পারবেন ভারতের নির্ভরযোগ্য পেসার জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়ায়, সেই জায়গায় দলে সুয়োগ পেয়েছিলেন আকাশ দীপ। কিন্তু সেই সুযোগকে খুব ভালোমতই কাজে লাগালেন তিনি। পাশাপাশি ভারতের এজবাস্টনে ম্যাচ জয়ের নজির গড়ার অন্যতম কারিগরও তিনি। তবে তার এই সাফল্যের পিছনে অবদান অনেকটাই রয়েছে বাংলার ক্রিকেটের। মূলত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির তৈরি “ভিশন প্রোজেক্ট”। সেখান থেকেই পরবর্তীতে উঠে এসেছেন আকাশ দীপ, মুকেশের মত জোরে বোলাররা।
এজবাস্টন টেস্টে দারুন পারফরম্যান্স করেছেন আকাশ দীপ। প্রথম ইনিংসেই তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের চারটি উইকেট। তার পরেই আকাশ দীপকে পরামর্শ দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও সামনে সামনে বল করে সুইং করানোর কথা জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আকাশকে ৫ উইকেট নিতে হবে, এমনটাও বলেছিলেন সৌরভ গাঙ্গুলী। কোথাও গিয়ে সৌরভ গাঙ্গুলীর দেওয়া সেই পরামর্শ কাজে এসেছে আকাশ দীপের। পাশাপাশি তার এই দারুন বোলিংয়ের সুবাদে, টেস্ট ক্রিকেট ভারতীয় দলের বোলিং নিয়ে যে একটা হাহাকার ছিল, সেটা কোথাও গিয়ে কিছুটা হালকা হবে বলেই মনে করা হচ্ছে।