আন্তর্জাতিক ক্রিকেট

ধাওয়ান-রায়নার ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই ভারতে ব্যান করা হয়েছে বিভিন্ন বেটিং অ্যাপগুলিকে। এবারে সেই মামলায় বড়সড় বিপাকে টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। অনলাইন বেটিং প্ল্যাটফর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা এবং আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। যে ঘটনার তদন্তে নেমে একাধিক সেলেব্রিটি তথা প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। এর আগে এই মামলায় শিখর ধাওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার একমাস আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রায়নাকে। অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করার আগে থেকেই বেশ কয়েকটি বেটিং অ্যাপের কার্যকলাপে নজর ছিল ইডির। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য 1xBet নামের বেআইনি বেটিং অ্যাপটি। সব মিলিয়ে ওই অ্যাপটির মাধ্যমে ১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে। সেই বেটিং অ্যাপের একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ধাওয়ান ও রায়না। 1xBet-এর সঙ্গে ধাওয়ানের কী চুক্তি হয়েছে, কীভাবে লেনদেন হয়েছে, সবটা জানতে জিজ্ঞাসাবাবাদ করা হয় রায়না-ধাওয়ানদের। তারপরই এই দুই প্রাক্তন তারকার প্রায় সাড়ে ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version