আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: সিরিজ শেষে রাহুলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে ভারত। শুরুর থেকেই ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে চর্চা ছিল। রোহিত, কোহলি অবসর নেওয়ার পর, ভারতের ব্যাটিং কেমন হবে, সেই নিয়ে সকলেরই একটা সংশয় ছিল। তবে সেসবের মাঝেও তরুণ ব্যাটসম্যানরা যথেষ্ট ভাল ব্যাটিং করেছেন গোটা সিরিজেই। তার সঙ্গে অভিজ্ঞ হিসেবে কেএল রাহুলও যোগ্য সঙ্গ দিয়েছেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৫৩.২ এর গড়ে মোট ৫৩২ রান করেছেন তিনি। এছাড়াও দুটি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এর আগে কখনো কোনোও টেস্ট সিরিজে ব্যাট হাতে এমন দাপট দেখাননি রাহুল তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ভূমিতে জ্বলে উঠেছিলেন তিনি। এবারে সিরিজ শেষে সেই ব্যাপারে নিজের মতামত জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। তিনি বলেন, “রাহুলের ফর্ম নিয়ে শুরুতেই অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল। সকলেই মনে করেছিল যে সিরিজের শুরুর এই ফর্ম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না তিনি। তবে শেষ টেস্ট ম্যাচ পর্যন্ত ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে গেছেন রাহুল। বিশেষত একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে যখন খেলবে সেখানে নিজের টিকে থাকাটা অত্যন্ত জরুরি। যেটা রাহুল করে দেখিয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুনভাবে দলকে সাহায্য করেছেন। স্লিপে দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর ক্যাচও ধরেছেন তিনি”।