আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: তরুণ ক্রিকেটপ্রেমীকে নিজের সই করা ব্যাট উপহার দিলেন যশস্বী জয়সওয়াল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় দল। তারই মাঝে একটি সুন্দর মুহূর্তে দেখা গিয়েছে চতুর্থ দিনের শেষে। আর সেই কাজটি করেছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এজবাস্টনে ম্যাচের চতুর্থ দিন এক ছোট্ট অনুরাগীর সঙ্গে দেখা করেন যশস্বী। তবে ক্রিকেটাররা এমনটা করেই থাকেন। সকলের প্রশ্ন থাকতে পারে যে এতে নতুন কি বিষয় রয়েছে? তবে যেই অনুরাগীর সঙ্গে দেখা করেছেন যশস্বী, তিনি একজন দৃষ্টিশক্তিহীন ক্রিকেটপ্রেমী। পাশাপাশি যশস্বী তার পছন্দের ক্রিকেটারও। তার নাম রবি। বিসিসিআইয়ের দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেই শিশুটির হাতে নিজের একটি সই করা ব্যাট তুলে দিচ্ছেন যশস্বী জয়সওয়াল। সেই ব্যাটটি পেয়ে যথেষ্ট বেশি উচ্ছসিত ১২ বছর বয়সী রবি।