আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: এজবাস্টন টেস্ট জিতে ইতিহাস গড়ল “নতুন ভারত”। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে এজবাস্টনে কোনোদিন টেস্ট ম্যাচে জয় পায়নি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে আসার আগে এই জয়টা একটা স্বপ্নই ছিল ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই, টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেট দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ফলে শুভমন গিলের অধিনায়কত্বে “নতুন” ভারতীয় দল কি পারফরম্যান্স করবে সেই দিকে নজর ছিল সকলেরই। তারই মাঝে প্রথম টেস্টে হেরেই দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল ভারত। তবে এবারে এজবাস্টনেই রেকর্ড গড়ল কেএল রাহুল, ঋষভ পন্থরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৬ রানের বড় জয়ের পাশাপাশিই, সিরিজে ১-১ সমতায় ফিরলো শুভমন গিলের ভারতীয় দল। অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম জয়ের পাশাপাশি বেশ কিছু রেকর্ডও গড়েছেন তিনি। এছাড়া বোলিং বিভাগেও দারুনভাবে নেতৃত্ত দিয়েছেন সিরাজ, আকাশ দীপরা। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট পেয়েছেন বাংলার বোলার আকাশ দীপ। 

প্রথম ইনিংসে ব্যাট করতে এসে, ব্যাট থেকে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক শুভমন গিল। একাই ২৬৯ রানের ইনিংস খেলে, টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান করা ক্রিকেটারও হয়েছেন তিনি। পিছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কারকেও। তার যোগ্য সঙ্গ দিয়েছেন যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজা (৮৯)। যেই সুবাদে ৫৮৭ রানের পাহাড় সমান রান ভারত রাখে ইংল্যান্ডের সামনে। তবে সেই রানটা ইংল্যান্ডের জন্য যে অসম্ভব হবে, সেটা ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই বোঝা গিয়েছিল। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৭৭। ২২তম ওভারে পরপর জো রুট (২২) এবং বেন স্টোকসকে (০) আউট করে ঝটকা দেন মহম্মদ সিরাজ। একসময় ৮৪ রানে ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ঠিক সেখান থেকে ৩০৩ রানের পার্টনারশিপ গড়েন জেমি স্মিথ (১৮৪) এবং হ্যারি ব্রুক (১৫৮)। তবে সেই জুটিকে ভাঙেন বাংলার আকাশ দীপ। তারপর বাকি কাজটা করে দেন মহম্মদ সিরাজ। একের পর এক উইকেট তুলে, মাত্র ৪০৭ রানেই অলআউট করে দেন ইংল্যান্ডকে। ভারত তখনও এগিয়ে ২৪৪ রানে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে, একই মেজাজে খেলতে থাকেন শুভমন গিল। দ্বিতীয় ইনিংসেও করলেন ১৬১ রান। তার সঙ্গ দিলেন কেএল রাহুল (৫৫), ঋষভ পন্থ (৬৫), রবীন্দ্র জাদেজারা (৬৯)। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। ইংল্যান্ডের জন্য লক্ষ্য ছিল ৬০৮ রানের। সেই রান ধাওয়া করতে এসে চতুর্থ দিনের শেষে ৭২ রানে ৩ উইকেট খুঁইয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এদিকে পঞ্চম দিনের শুরুতেই দেখা যাচ্ছিল বৃষ্টি। সেই সময় সকলের মনেই সংশয় ছিল যে বৃষ্টির জন্য কি বাতিল হয়ে যাবে শেষ দিনের খেলা? তবে সেটা হয়নি। আবারও শুরু হয় খেলা। ৮০ রানেই চতুর্থ উইকেট পড়ে ইংল্যান্ডের। যদিও জেমি স্মিথকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ করেন অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ৩৩ রানের মাথায় তার উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। উইকেট পেলেন প্রসিদ্ধ কৃষ্ণও। তারপর জেমি স্মিথ (৮৮) আউট হতেই ম্যাচে ফেরে ভারত। উইকেটটি নেন আকাশ দীপ। পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন তিনি। মোট ৯৯ রান দিয়ে ৬টি উইকেট তুলেছেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ২৭১ রানে। ভারত জয় পায় ৩৩৬ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version