আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক শুভমন গিল। জানতে পড়ুন..
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলেতে প্রথম টেস্ট ম্যাচে দারুন ব্যাটিং করলেও, খারাপ বোলিং এবং ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচেই ঘুরে দাড়ালো শুভমন গিল ব্রিগেড। ৩৩৬ রানের বড় ব্যবধানে জয়ের পাশাপাশি, সিরিজে ১-১ এর সমতায়ও ফিরেছে ভারত। বলা ভালো হেডিংলি ম্যাচের ভুল শুধরে, এজবাস্টনে প্রত্যাবর্তন করেছে ভারতীয় দল। ম্যাচ শেষে শুভমন গিল বলেন, “আগের ম্যাচে হারের পর, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেইগুলিকে শুধরেছি এবং পরের ম্যাচেই প্রতিটা জিনিস ঠিকঠাক করতে পেরেছি। পাশাপাশি বোলিং এবং ফিল্ডিংয়েও উন্নতি করেছি। এটা মাথায় রাখা দরকার, আমরা সব ম্যাচেই হেডিংলের মতো খেলব না”।
দ্বিতীয় টেস্টে দারুন নজর কেড়েছেন বাংলার জোরে বোলার আকাশ দীপ। তার পারফরম্যান্সে মুগ্ধ গিল। এছাড়াও বাকি বোলারদের প্রসঙ্গে তিনি বলেন, “প্রশ্ন উঠেছিল আমরা কিভাবে এক টেস্টে ২০টা উইকেট নেবো? তবে আমার বোলাররা সেটা করে দেখিয়েছে। অসাধারণ খেলেছে আমার বোলাররা। প্রসিদ্ধ হয়তো খুব বেশি উইকেট পায়নি তবে ইংল্যান্ডের টপ অর্ডারকে আমরা নাস্তানাবুদ করেছি”। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ম্যাচটি আয়োজিত হবে লর্ডসে। সেই প্রসঙ্গে অধিনায়ক শুভমন গিল বলেন, “লর্ডসে টেস্ট ম্যাচ খেলতে দেশের হয়ে নেতৃত্ব দিতে নামাটা সত্যিই সম্মানের। এর থেকে বড় সম্মানের আর কিছুই হয়না। আমি সেই দিকেই নজর দিচ্ছি”।