আইপিএল
আরসিবি ছাড়ার কথা মাথায় এলেও দল ছাড়েননি বিরাট কোহলি। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপে বিরাট কোহলির অধিনায়কত্বে প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারত। অবশেষে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল কোহলিদের। তারপর আচমকাই ২০২২ সালে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট। বিতর্কের মাঝেই ওয়ান ডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। ২০২১ সালে ছেড়েছিলেন আরসিবির অধিনায়কত্বও। এমনকি একটা সময় আরসিবি ছাড়ার কথাও নাকি ভেবেছিলেন কোহলি। কিন্তু কেনো? সকল ফরম্যাটে বিরাটের অধিনায়কত্ব ছাড়ার কারণটাই বা কী? এবারে সেই বিষয়ে কথা বললেন খোদ বিরাট কোহলিই। আরসিবির একটি পডকাস্টে তিনি বলেন, “২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে আমার কাছে দল পরিবর্তনের বেশ কয়েকটা সুযোগ ছিল। তবে আমি নিজেকে আরও পরীক্ষার মুখে ফেলতে চেয়েছি। ভারতকে ৭-৮ বছর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আরসিবির হয়ে নয় বছর অধিনায়কত্ব করেছি। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশার পাহাড় জমছিল। একটা সময় আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে গিয়েছিল”।
একটা সময় বেঙ্গালুরু ছাড়ার ভাবনাও এসেছিল কোহলির মনে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম যে, ভারতের হয়ে বহু ট্রফি জিতলেও আমার কাছে এখন কি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? তারপরেই আমার মনে হয়েছে জয়-পরাজয় নয়, এতদিন যে সম্পর্ক ও সম্মানের জায়গা তৈরি হয়েছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমার ঘর”।