ক্রিকেট

মহিলাদের এক দিনের বিশ্বকাপে দায়িত্ব থাকছে হরিয়ানার এই তরুণীর কাধে। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শীঘ্রই শুরু হচ্ছে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। যা হবে ভারতের মাটিতেই। মোট আটটি দেশ নামবে এই লড়াইয়ে। প্রতিযোগিতা জিততে আবারও স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরদের উপরেই ভরসা রেখে প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আশা দেখছে ভারত। পুরুষদের দলে যেমন রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ঠিক তেমনই মহিলাদের দলেও রয়েছেন হরমনপ্রীত ও মন্ধানা। তবে বিশ্বকাপ জিততে হলে দলে বাকি খেলোয়াড়দেরও সমান দায়িত্ব নিয়ে খেলা প্রয়োজন। ঠিক তেমনই একজন হলেন মাত্র ২৪ বছর বয়সি হরিয়ানার প্রতীকা। 

মাত্র ছয় মাসের জাতীয় দলের কেরিয়ারে ইতিমধ্যেই বিশ্বরেকর্ড প্রতীকা। শুধু তিনিই নন, বিশ্বকাপের কথা মাথায় রেখেই গত ছয় মাসে ১০ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে। যেখানে প্রতীকা ছাড়াও রয়েছেন বাংলার তিতাস সাধু থেকে শুরু করে কাশভি গৌতম, তেজল হাসবনিস, সাইমা ঠাকোর, মিন্নু মণি, প্রিয়া মিশ্র, সায়ালি সাতঘারে, শ্রী চরণি ও তনুজা কানওয়ার। তবে এই ১০ জনের মধ্যে ওপেনার প্রতীকার জায়গা নিশ্চিত দলে। বিশ্বকাপে ভারতকে ভাল শুরু করানোর দায়িত্ব থাকবে তার উপরেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছিলেন প্রতীকা। মাত্র ৮টি ম্যাচ খেলেই ৫৭২ রান করেছেন তিনি। এছাড়াও মহিলাদের ক্রিকেটে দ্রুততম ৫০০ রানের রেকর্ডও গড়েছেন তিনি। ভেঙেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়র শার্লট এডওয়ার্ডসের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version